রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৮

চার লক্ষাধিক পর্নো সাইট বন্ধ করছে পাকিস্তান

চার লক্ষাধিক পর্নো সাইট বন্ধ করছে পাকিস্তান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পর্নোগ্রাফির বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে পাকিস্তান। অনলাইনে পর্নোগ্রাফির বিস্তার হচ্ছে দ্রুত। তাই এ দিকেই নজর দেয়া হচ্ছে। এ জন্য কর্তৃপক্ষ প্রাপ্ত বয়স্কদের জন্য নির্ধারিত চার লাখেরও বেশি ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এসব সাইটের ডোমেইনে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এরই মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের পাকিস্তানজুড়ে এসব পর্নো সাইট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে টেলিকিমিউনিকেশন অথরিটি।

এ বিষয়ে সম্প্রতি সেখানকার সুপ্রিম কোর্ট একটি নির্দেশনা দেয়। বলা হয়, এসব সাইট পাকিস্তানের তরুণদের বিপথগামী করছে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, ডোমেইনে এসব সাইট ব্লক করতে গেছে তাতে অনেক বেশি খরচ হবে। কারণ, এতে তাদেরকে পুরো সিস্টেম পাল্টাতে হবে। বিশেষ করে এত বিপুল সংখ্যক ওয়েবসাইট বন্ধ করতে তাদের পরিবর্তন করতে হবে বিশেষ বিশেষ সরঞ্জাম, যন্ত্রপাতি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025