বিনোদন ডেস্ক: সোনাক্ষি সিনহাকে ‘লুটেরা’ সিনেমার জন্য ছবি আঁকা শিখতে সাহায্য করেছিলেন বলিউড হার্টথ্রব সালমান খান। তার আগেও বহু বলিউড অভিনেত্রীদের বিভিন্নভাবে সাহায্য করেছেন তিনি। এবার ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহকে হিন্দি ভাষা শেখানোর দায়িত্ব নিলেন সালমান।
সম্প্রতি সালমান খান অভিনীত মেন্টাল সিনেমার একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান। শ্যুটিংয়ে যাতে ব্রুনার হিন্দি বলতে অসুবিধা না হয় সেজন্য তাকে হিন্দি শেখাচ্ছেন সালমান। সোহেল খান পরিচালিত মেন্টাল সিনেমাটিতে ব্রুনার উপিস্থিতি ক্ষণিকের হলেও সালমানের সঙ্গে অভিনয় করতে পারবেন বলে এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। তাই অভিনয়ের অফার আসার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছেন।
ব্রুনা বলেন, ‘চরিত্রের ব্যাপ্তি আমার কাছে প্রধান বিষয় নয়। আমি অভিনেত্রী। অভিনয়কে ভালোবাসি। ‘মেন্টাল’ সিনেমায় আমার চরিত্রটি সংক্ষিপ্ত হলেও আমার কাছে বড় ব্যাপার হলো সালমান খানের সঙ্গে কাজ করা। সালমান আমাকে হিন্দি শিখতেও অনেক সাহায্য করছেন। তিনি আরও বলেন, মাঝে মাঝে শ্যুটিংয়ের সময় হিন্দি বলতে আমার সমস্যা হয়। কিন্তু সালমান সবকিছু সহজভাবে বুঝিয়ে দেন। এতে হিন্দি শেখা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। আমি এখন আগের চাইতে ভালো হিন্দি বলতে পারি। তবে শ্যুটিং সেটে টাবু এবং সালমান খানের মতো বড় মাপের তারকাদের সান্নিধ্য বেশি উপভোগ করছি।
Leave a Reply