বিনোদর ডেস্ক: বলিউড বডিগার্ড সালমান খানের ক্যারিয়ার কি থেমে যাচ্ছে! ‘দাবাং’, ‘এক থা টাইগার’ কিংবা ‘পাটনার’রের মতো সিনেমা থেকে বঞ্চিত হতে যাচ্ছে দর্শকরা? এমনই প্রশ্ন এখন সালমান ভক্তদের মাঝে। কারণ সঞ্জয়ের পর এবার কারাগারের হাতছানি রয়েছে সালমান খানের দিকে। ৪৭ বছর বয়সী এ তারকার ১০ বছরের সাজা হতে চলছে। এমনটাই আভাস দিয়েছেন মুম্বাই আদালত। ভারতীয় গণমাধ্যম ‘জিনিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সালমানের বিপক্ষে অভিযোগ তোলা হয়, মদপ্য অবস্থায় মাতাল সালমান গাড়ি চালিয়ে মানুষ হত্যা করেছে। বেপড়োয়াভাবে গাড়ি চালিয়ে তা ফুটপাথে উঠিয়ে দেন। এ সময় ঘুমন্ত অবস্থায় একজনের মৃত্যু এবং ৪ জন আহত হন। সালমানের আইনজীবী এ অভিযোগ অস্বীকার করে আদলতকে বলেন, “সালমান এ সময় চালকের আসনে ছিলেন না।” মামলাটির কার্যক্রম শুরু হয় ২০০৫ সালে। তখন আদালত অসর্তকভাবে গাড়ি চালানো হয়েছে বলে রায় দেয়। এতে তার সাজা হতো দু’বছর।
কিন্তু মুম্বাই পুলিশ ২০১১ সালে সালমানের বিরুদ্ধে কঠোর সাজা দেওয়ার আবেদন করে। এর প্রেক্ষিতে আবারো শুরু হয় মামলার কার্যক্রম। এবার ৩০৪(২) ধারায় মামলার বিচারিক কার্যক্রম চলছে। যাতে সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর। এ ঘটনা জানার পর পর আদালতে আপিল করেন সালমান। কিন্তু আদালত তার আপিল খারিজ করে দিয়ে মামলার কার্যক্রম চলার নির্দেশ দিয়েছেন। ঘটনা প্রবাহ সালমানের বিপরীতে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। যদি ১০ বছর কারাদণ্ড পান সালমান তবে তার ক্যারিয়ারের ইতি জেল গেটেই টানতে হবে। কেননা ৪৭ বছরের এই নায়ক যখন সাজা খেটে বের হবেন তখন তার বয়স হবে ৫৭ বছর।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০২ সালে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সালমান খানের এ সাজা হতে পারে। কারণ তার বিরুদ্ধে শক্ত সাক্ষ্য প্রমান পেয়েছে আদালত। ১৯ জুলাই মামলার শুনানির দিন হয়। এদিন আদালতে হাজির হন সালমান খান। সাথে ছিলেন তার দুই বোন। এসময় সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয় আগামী ২৪ জুলাই।