সুমন আহমদ: খুব সম্ভবত ব্রিটেনবাসীর কাছে মঙ্গলবার দিন মানে ২৩শে জুলাই খুবই পরিচিত একটা দিন হিসেবে স্মরণ হয়ে থাকবে। অবশ্য পুরো বিশ্ববাসী অপেক্ষা করছিলেন এই সুসংবাদ শোনার জন্য। কারণ এই দিন ব্রিটেনের ভবিষ্যত রাজা বলে যাকে দেখা হচ্ছে ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ কেট ও উইলিয়ামের ছেলে সন্তান সবার হৃদয় নাড়িয়ে পৃথিবীতে আসেন।
অনেক জল্পনা কল্পনা শেষে প্রায় ২৪ ঘন্টার মাথায় সদ্য ভুমিষ্ট এই রাজ অতিথির নাম নির্ধারণ করা হলো বাকিংহাম প্যালেস থেকে। আজ থেকে এই ভবিষ্যত রাজার নাম সবাই জানবেন জর্জ আলেক্সজান্ডার লুইস নামে। বুধবার বিকালে এই ঘোষণা আসে রাজ পরিবার থেকে।
দারূণ খুশি রাজ পরিবার এখন ব্যস্থ ব্রিটেনে ভবিষ্যত উত্তরাধীকারী রাজা জর্জ আলেক্সজান্ডার লুইস নিয়ে। খুবই শিঘ্রই আনুষ্ঠানিকতা জানিয়ে বার্তা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বাকিংহাম প্যালেস সূত্রে।
Leave a Reply