দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলে ফ্লাইওভার থেকে ৩০ ফিট খাড়া খাদে বাস পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। রোববার স্থানীয় সময় গভীর রাতে রোম থেকে ২৫০ কিলোমিটার দূরে আভেল্লিনো শহরে এ ঘটনা ঘটে। নিচে পড়ে এটি ঘন জঙ্গলে আটকে যাওয়ার কারণে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
উদ্ধারকাজের নেতৃত্বে থাকা দমকল কর্মী পেলেগ্রিনো ইয়ান্দোলো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পরিস্থিতি খুবই খারাপ। আমরা যত বেশি সংখ্যক প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। তবে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ন্যাপ্লস থেকে বারি পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বাসটি ৫০ জন যাত্রী নিয়ে তীর্থযাত্রা শেষে ন্যাপ্লস শহরে ফিরছিলো। ফ্লাইওভারের গার্ডরেইল ভেঙে ছিটকে পড়ার আগে বেশ কিছু গাড়িকে আঘাত করে। মৃতদের মধ্যে বাসের ড্রাইভারও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply