মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০২:৪৮

মস্কো এয়ারপোর্ট ছাড়লেন স্নোডেন

মস্কো এয়ারপোর্ট ছাড়লেন স্নোডেন

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আমেরকিার তথ্য ফাসকারী বহুল আলোচিত ব্যাক্তি এডওয়ার্ড স্নোডেন মস্কো এয়ারপোর্ট ছেড়েছেন। তার আইনজীবি আনাটোলি বিবিসির কাছে এই তথ্য  স্বীকার করে বলেন, রাশিয়া স্নোডেনকে তার এসাইলাম আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় রাশিয়ায় প্রবেশে অনুমতি দিয়েছে। এজন্য রাশিয়া প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ করেছে বলেও বিবিসির সূত্রে জানা যায়্।

স্নোডেন গত ২৩ জুন থেকে মস্কো এয়ারপোর্টের ট্রানজিট জোটে আটকা পড়েছিলেন। আমেরিকা তার পাসপোর্ট বাতিল ঘোষণা করায় তিনি মস্কো ছেড়ে যেতে পারেন নি।

এদিকে আমেরিকার এটর্নি জেনারেল এরিক হোল্ডার রাশিয়ার কাছে নিশ্চিত করেছেন যে রাশিয়া যদি স্নোডেনকে আমেরিকার কাছে হস্তান্তর করে তাহলে স্নোডেনকে মৃত্যু দন্ড দেয়া হবে না। তবে আইনের কাটগড়ার দাড়াতে হবে। রাশিয়া সাফ জানিয়ে দিয়ে বলেছে, তারা স্নোডেনকে আমেরিকার কাছে হস্তান্তর করবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025