শীর্ষবিন্দু নিউজ: যেখানে শ্রমিক হত্যা-গুম, সেখানেই শহীদ বেদি এই স্লোগানকে সামনে রেখে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্মরণে একটি স্থায়ী শহীদ বেদি নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ করেছে কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে শহীদ বেদিটি নির্মাণ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, রানা প্লাজার ধ্বংসস্তূপে একটি স্থায়ী শহীদ বেদি নির্মাণের জন্য দাবানল, গণমুক্তি গানের দল, ল্যাম্পপোস্ট, প্রপদ, মার্কসবাদের প্রথম পাঠ, ছাত্র গণমঞ্চ, ছাত্র যুব আন্দোলনসহ ৭টি সংগঠনের সমন্বয়ে গত ৮ জুন একটি কমিটি গঠন করা হয়। এর ফলশ্রুতিতেই শুক্রবার সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ লাগোয়া স্থানে শহীদ বেদিটি নির্মিত হয়। সেখানে একটি ভাস্কর্যও স্থাপন করা হয়েছে। ভাস্কর্যটি নির্মাণ করেছে অনন্ত মোদক। শহীদ বেদি নির্মাণের পরে সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিপ্লবী শ্রমিক কমিটির ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। গত ২৪ মে সাভার বাসস্ট্যান্ডে অবস্থিত বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়লে ১১৩২ জন শ্রমিক নিহত হন। এখনও নিখোঁজ রয়েছেন ৩৭৯ জন শ্রমিক।
পরবর্তীতে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় শহীদ বেদি নির্মাণ কমিটির সমন্বয়ক আশিষ কোড়াইয়ার সভাপতিত্বে ল্যামপোস্টের পক্ষ থেকে প্রিন্স আহমেদ, দাবানলের সুমন মৈত্র, গণ মুক্তির গানের দলের হাসান ফকরী, ছাত্র গণ মঞ্চের শান্তুনু সুমন বক্তব্য রাখেন।
Leave a Reply