শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ১৬ ডিসেম্বরকে কখনো ভুলা যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
তিনি বলেন, এই দিনটিতে আমাদের প্রায় দেড়শ’ নিষ্পাপ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শুক্রবার দিনটির স্মরণে এক বিবৃতিতে এসব কথা বলেন।
নওয়াজ শরীফ বলেন, জাতি বিশ্বাস করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে একটি যৌক্তিক সমাপ্তি নিয়ে যাব এবং আগামী প্রজন্মের জন্য শান্তি এবং স্থিতিশীল পাকিস্তান নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে জঙ্গি হামলায় প্রায় ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহত হয়েছিল।