শীর্ষবিন্দু নিউজ: আগামী ৭ সেপ্টেম্বর থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বিমানের মহাব্যবস্থাপক (পিআর) খান মোশাররফ হোসেন পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। জাহাজ ভাড়া, স্লট ক্লিয়ারেন্সসহ টিকিট বিক্রি শুরু করার সকল আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এবার প্রায় ৪৫ হাজার হজযাত্রী পরিবহনের জন্য একটি সুপরিসর বোয়িং ৭৪৭ ওএকটি বোয়িং ৭৬৭ লিজ নেওয়া হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭।
এদিকে বিমানের সংবাদ এক বিজ্ঞপ্তিতে জানান হয়, পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮২ আসনের সুপার জাম্বোর পাশাপাশি দ্বিতীয় লিজ-হোল্ড বোয়িং-৭৬৭ যুক্ত করেছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর নির্ধারিত সংখ্যার বাইরেও অতিরিক্ত হজ-যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করেছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হজ কার্যক্রম চলবে। হজ-ফ্লাইট পরিচালনার জন্য মোট ৯২টি নিবেদিতএবং ২২টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে বলে আশা করা হচ্ছে বিমানের পক্ষ থেকে। হাজীদের নির্বিঘ্ন ও আরামদায়ক ‘আসা-যাওয়া’ নিশ্চিত করতেই বাড়তি সতকর্তা অবলম্বন করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া ঈদুল-আজহার সময় বিভিন্ন রুটে বাড়তি ফ্লাইটের প্রয়োজন মেটাতেও লিজকৃত জাহাজ কাজে লাগানো হবে।
এদিকে হাজিদের বাড়তি সেবা নিশ্চিত করতে বিমানের একটি চৌকস দল ইতোমধ্যেই জেদ্দায় পৌঁছেছেন এবং এ ধরনের আরেকটি দল আশকোনার হজ ক্যাম্পে কাজ করবে বলেও জানান খান মোশারফ হোসেন। এ বছর হজ ভাড়া নির্ধারিত হয়েছে এক হাজার ৪৭৫ মার্কিন ডলার। ১৯৭৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজার ২৪৮ জন হাজি হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা গ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৮৯ হাজার হজ-যাত্রী সৌদি আরবে যাবেন। যার মধ্যে ৫০ শতাংশ বিমানে আসা-যাওয়া করবেন। বাকি ৫০ শতাংশ সাউদিয়া এবং নাস-এ হজ পালনে সৌদি আরব যাবেন।
Leave a Reply