নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মফিজুর রহমান বলেন, যাত্রীদের আরাম ও নিরাপদ ভ্রমনের জন্য ব্রাজিলের নির্মাতা প্রতিষ্ঠান ইমব্রেয়ারের ৪৯ আসন বিশিষ্ট মডেল ইএমবি-১৪৫ দুটি উড়োজাহাজ চলাচল করবে । ফ্লাইট পরিচালনার জন্য নভোএয়ারে ১২ জন বাংলাদেশি ও ৬ জন বিদেশি বৈমানিককে নিয়োগ দেওয়া হয়েছে। আশাকরি যাত্রীরা আমাদের আকাশ ভ্রমনে আতিথেয়তা গ্রহন করে মুগ্ব হবেন। ওয়েবসাইট থেকে অনলাইনেও টিকেট কিনতে পারবেন যাত্রীরা।
নভোএয়ার আজকের শুভযাত্রা দিয়ে এখন থেকে প্রতিদিন ঢাকা থেকে চট্রগ্রামে ৪টি ফ্লাইট, কক্সবাজার ১টি ও যশোরে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া খুব শিগগিরই ঢাকা থেকে সিলেটে ফ্লাইট শুরুর প্রতিশ্রুতি রয়েছে তাদের। পর্যায়ক্রমে বরিশাল, রাজশাহী এবং সৈয়দপুরেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনার রয়েছে নভোএয়ার কতৃপক্ষের।
Leave a Reply