রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪২

আদালতের রায়: বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলা পানীয় বিষাক্ত

আদালতের রায়: বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলা পানীয় বিষাক্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলার পানীয় স্প্রাইট ও ফান্টাকে বিষাক্ত বলে রায় দিয়েছেন নাইজেরিয়ার সর্বোচ্চ আদালত। মঙ্গলবার দেশটির লাগোস উচ্চ আদালতের এ রায়ে কোলাকোলার পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়া।

আদালতের বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এইসব কোমল পানীয়তে সাধারণভাবে ভিটামিন সি নামে পরিচিত অ্যাসকরবিক এসিডের সঙ্গে উচ্চমাত্রার বেনজয়িক এসিড ও সানসেট এডিটিভস যোগ করা হয়, যা গ্রহণে গ্রাহকরা উচ্চমাত্রার স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। এটি দাঁতের পচনের জন্য দায়ী বলেও উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে। খবর সিএনএনের।

দেশটির বিচারপতি আদিদায়ো ওয়েবানজি লিখিত রায়ে নাইজেরিয়ান বোতলজাতকরণ কোম্পানিকে (এনবিসি) আদেশ দেন যে, ফান্টা ও স্প্রাইটের বোতলে ভিটামিন সি’র বিপরীতে সতর্কবার্তা স্থাপন করতে হবে। মান নিশ্চিতকরণে ব্যর্থ হলে দেশটির জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ২ মিলিয়ন নায়রা (নাইজেরিয়ান মুদ্রা) প্রদান করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024