শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১৭

বাংলাদেশ থেকে ৩০ হাজার শ্রমিক নেবে ইরাক

বাংলাদেশ থেকে ৩০ হাজার শ্রমিক নেবে ইরাক

/ ১৩৬
প্রকাশ কাল: শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

 

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে নিুউজ: সরকারিভাবে বিদেশে যেতে আগ্রহী সাড়ে ১৪ লাখ ব্যক্তির যে তথ্য সংরক্ষিত রয়েছে, সেখান থেকেই পর্যায়ক্রমে ইরাকে লোক পাঠানো হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত দেশটিতে কী ধরনের কাজে শ্রমিক পাঠানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সকালে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ও সফররত ইরাকের একটি প্রতিনিধি দলের মধ্যে শ্রমিক নেয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। ইরাকের শ্রমমন্ত্রী নাসের আল রুবাইয়েত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন দুই দেশের পক্ষে সই করেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শ্রমিক নেয়ার আগে আগামী ৮ সেপ্টেম্বর ইরাকের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। মালয়শিয়ায় শ্রমিক পাঠানোর জন্য এই নিবন্ধন করা হয়েছিল। মালয়শিয়ায় কর্মী পাঠানো ইতোমধ্যে শুরু হয়েছে। তবে ইরাকে কী ধরনের কাজে শ্রমিকদের পাঠানো হবে এবং তাদের বেতন কত হবে- সে বিষয়ে কিছু এখনো চূড়ান্ত হয়নি বলে জানান কর্মকর্তারা।

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2024