শীর্ষবিন্দু নিউজ: ঢাকায় জাল ডলার বিক্রি করে প্রতারণার অভিযোগে তিন জন নাইজেরীয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, এদলাজু স্যামুন (৩৫), ওকোপ সে সেমকো ইমোরুয়েল (২৮) এবং ওকাফার টিকে (২৬)।
মহানগর পুলিশ বলেছে, জাল ডলার বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার এদলাজুকে খিঁলগায়ের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুসারে ধানমণ্ডির লেকসার্কাস রোড থেকে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়। আটকৃতরা এখনো পুলিশী হেফাজতে আছে।