শীর্ষবিন্দু নিউজ: রামপাল বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনে কোন ধরনের পরিবেশগত বিরূপ প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নতির জন্য আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করে পৃথিবীর কাছে উদাহরণ স্থাপন করতে হবে। সেজন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সুশাসন, দারিদ্র দূরীকরণ, নারীর প্রতি মনোভাব প্রভৃতি ক্ষেত্রেও সাফল্য তৈরি করতে হবে।
সেমিনারের উদ্বোধন করেন এনডিসি’র কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সেমিনারে অর্থনৈতিক ইস্যু, যোগাযোগ, এনার্জি করিডোর ও সাম্প্রতিক আন্ত:রাষ্ট্রীয় নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ন্যাশনাল ডিফেন্স কলেজ(এনডিসি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) কর্তৃক আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।