মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহা উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহা উদযাপিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ত্যাগের মহিমা নিয়ে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে মুসলিম ধর্মাবলম্বীরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পশ্চিমা দেশগুলোতে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। ঈদ পালন করছেন ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মুসলিমরাও। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপহাদেশের দেশগুলোতে শনিবার ঈদ পালন করা হবে।

তবে বরাবরের মতো এবারো বাংলাদেশের কিছু কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। এর মধ্যে আজ (শুক্রবার) চাঁদপুর জেলার ৪০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। প্রায় এক শতাব্দী ধরে ওই সব গ্রামে মুসলমানরা সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। ওই সব মুসল্লিরা ইসলামের চার মাজহাবের মধ্যে হানাফি মাজহাবের অনুসারী।

হাজীগঞ্জ উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর জানান, একই মাদরাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন। এদের মধ্যে তার বড় ছেলে আবু জোফার মোহাম্মদ আবদুল হাই সাদ্রাভি অন্যতম। তিনিও মারা গেছেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৭ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

বাংলাদেশে যে সকল গ্রামে আজ ঈদ উদযাপন হচ্ছে

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলঁচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাশারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোল্লা, হাঁসা ও চরদুখিয়া। মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।

হাজীগঞ্জের সাদ্রা ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ১০টায়, এখানে ইমামতি করবেন পীরজাদা মো. আরিফ রহমান। ফরিদগঞ্জের সমেশপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ১০টায়, এখানে ইমামতি করবেন আবু ই্য়াহিয়া মো. জাকারিয়া চৌধুরী, পীর সাহেব সাদ্রা দরপার শরীফ। মধ্য বাসার ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ১০টায়, এখানে ইমামতি করবেন, মাও. মোঃ মহি উদ্দিন।

সুরঙ্গচাইল ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ১০ টায়, এখানে ইমামতি করবেন মাওলনা মো. আবু ইউছুফ, বদরপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, এখানে ইমামতি করবেন মাওলানা মো. আবুল খায়ের, আইটপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় এখানে ইমামতি করবেন মাওলানা মো. মাহবুবুর রহমান, ঐতিহ্যবাহী টোরা ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৯টায়, এখানে ইমামতি করবেন মাওলানা মো. আবু হানিফ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024