বিভিন্ন জাতি গোষ্ঠীর শহর বলে খ্যাত লন্ডনের পাতালরেলে প্রায় ৪০ লাখ মানুষ নিয়মিত যাতায়াত করলেও ব্রিটিশ রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকার প্রিন্স চার্লসের ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে ব্রিটিশদের কাছে ‘টিউব’ বলে পরিচিত এই সার্ভিস প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার পাতালরেলে চড়েন। সংক্ষিপ্ত ওয়ানস্টপ ভ্রমণে তাঁরা ফারিংডন থেকে কিংস ক্রস পর্যন্ত যান। বিশেষভাবে উল্লেখ্য যে, প্রিন্স চার্লস সর্বশেষ ১৯৮৬ সালে পাতালরেলে চড়েছিলেন।
http://www.youtube.com/watch?v=nOcA1InGv5E&feature=player_embedded
Leave a Reply