শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৫

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ব্রিটেনের উদ্বেগ প্রকাশ

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ব্রিটেনের উদ্বেগ প্রকাশ

/ ১৫১
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

শীর্ষবিন্দু নিউজ: দিল্লিতে সহিংসায় প্রাণহানি ও সম্পত্তিহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। ব্রিটিশ সরকার নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)সিএএ-র সম্ভাব্য প্রভাব নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিন্ম কক্ষ হাউস অব কমন্সে বিরোধী দল লেবার পার্টি সদস্য খালিদ মাহমুদ প্রশ্ন উত্থাপন করলে- পররাষ্ট্র ও কমনওয়েলথ প্রতিমন্ত্রী নাইজেল অ্যাডাম বলেন, মানবাধিকার-সহ সব বিষয় নিয়ে আমরা ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

নয়াদিল্লির সঙ্গে লন্ডনের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে অ্যাডাম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে আমরা অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সংখ্যালঘুদের অধিকারসহ যে সব বিষয় নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, তা জানাব।

লেবার পার্টি এমপি তনমনজিৎ সিংহ দেশি জানিয়েছেন, দিল্লির অশান্তির ঘটনা তাঁকে মনে করিয়ে দিয়েছে ১৯৮৪ সালের শিখ হিংসার দিনগুলিকে। ওই সময় তিনি কলেজে পড়তেন।

আর এক ব্রিটিশ এমপি নুসরাত গানি আবেদন জানিয়েছেন, সরকার যেন এ বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024