শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইউরোপ এখন করোনাভাইরাস মহামারীর কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এ কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
করোনভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজারেরও ও বেশি লোক মারা গেছে। সংবাদ সম্মেলনে এক বক্তব্যে ডব্লিএইচও-র পরিচালক ডক্টর টেড্রোস অ্যাধানাম গ্যাবরিয়াসুস নিহতের সংখ্যাটিকে একটি মর্মান্তিক মাইলফলক বলে অভিহিত করেছেন।
এদিকে চীনে এ ভাইরাসের সাথে আক্রান্ত হয়ে প্রায় তিন হাজারেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, যেটি গত বছরের শেষ দিকে এই প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এছাড়াও পরে এটি ইতালিতে ছড়িয়ে পড়ার পর এক হাজারেরও বেশি লোক মারা গিয়েছে। বতর্মানে পুরো ইতালিকে লকডাউন করে দেওয়া হয়েছে।
ডাব্লিউএইচও প্রধান এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আগে সংস্থাটি করোনা ভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়।
ইউরোপের দেশ ইতালি, স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতালির ছয় কোটি মানুষই রয়েছেন কোয়ারেন্টাইনে। স্পেন ঘোষণা করেছে জরুরি অবস্থা।
প্রসঙ্গত: ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী কভিড-১৯ ছড়িয়ে গেছে বিশ্বের ১৩৫ দেশ ও অঞ্চলে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ১২০ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৩৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭৩৩ জন।