মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩

লেবার পার্টির নতুন নেতা কেইর স্টার্মার

লেবার পার্টির নতুন নেতা কেইর স্টার্মার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন স্যার কেইর স্টার্মার। সদ্য সাবেক নেতা জেরেমি করবিনের স্থানে স্থলাভিষিক্ত হলেন এবং প্রভাবশালী এই দলটির আগামী নেতৃত্ব দেবেন তিনি।

নির্বাচিত হয়েই তিনি ঘোষণা দিয়েছেন, লেবার পার্টিকে নিয়ে নতুন যুগে প্রবেশ করবেন তিনি। এই যুগ হবে আত্মবিশ্বাস ও আশার। নির্বাচনে কেইর স্টার্মার পেয়েছেন ৫৬.২ শতাংশ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন যথাক্রমে ২৭.৬ ও ১৬.২ শতাংশ ভোট।

দলের প্রধান নির্বাচনে ভোট দিয়েছেন বৃটেনের লেবার পার্টির সমর্থক ও সদস্যরা। এতে ৫৭ বছর বয়সি কেইর স্টার্মার হারিয়ে দিয়েছেন অপর দুই প্রতিদ্বন্দ্বী লিসা ন্যান্ডি ও রেবেকা লং-বেইলিকে। ব্যক্তি জীবনে তিনি একজন আইনজীবি। ২০১৫ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন।

জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন। আগামি সপ্তাহে করোনা ভাইরাস সংকট নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবেন স্টার্মার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024