চলমান করোনাভাইরাস মহামারীর এই সময়ে পারিবারিক নির্যাতন বা নিগ্রহের হার বৃদ্ধি পাওয়া নিয়ে অসংখ্য মানুষ উদ্বিগ্ন।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতির কারণে যদিও কাউন্সিলের অনেক সার্ভিসেই পরিবর্তন আনা হয়েছে, তারপরও যারা ডমেস্টিক এবিউজ বা পারিবারিক নিগ্রহের শিকার হচ্ছেন, তাদের সুরক্ষায় সহায়তামূলক সেবা প্রদানে কাউন্সিল বদ্ধপরিকর।
কাউন্সিল ওয়েবসাইটে আপনি স্থানিয়ভাবে পাওয়া যায় এমন সকল সার্ভিসের তালিকাসহ যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন। নির্যাতনকারীর কারো সাথে বসবাসকারীদের জন্য নিরাপত্তামূলক পরামর্শ এবং যদি আপনি কোন প্রতিবেশি কিংবা বন্ধুকে নিয়ে উদ্বিগ্ন হোন, তাহলে কি করবেন সে সংক্রান্ত পরামর্শও পাবেন এখানে।
মনে রাখবেন, জরুরী প্রয়োজনে সর্বদা ৯৯৯ এ কল করবেন। আপনি যদি বিপদের মধ্যে থাকেন এবং ফোনে কথা বলতে না পারেন, তাহলে ৯৯৯ নম্বারে কল করুন এবং ৫৫ প্রেস করুন। সাথে সাথে আপনার কলটি স্বয়ংক্রিয়ভাবে স্থানিয় পুলিশের কাছে চলে যাবে এবং আপনি কথা বলতে না পারা সত্বেও তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে।
পারিবারিক নির্যাতনের চিহ্ন বা ধরনগুলো চিহ্নিত করার যাবতীয় তথ্য এবং আপনি যদি পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হোন তবে কি করবেন, সে সম্পর্কিত পরামর্শ ক্রাইমস্টোপারস এর ওয়েবসাইটেও রয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি