মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৫৮

যুক্তরাজ্যের আকাশে আগুনের ফুলকি

যুক্তরাজ্যের আকাশে আগুনের ফুলকি

শীর্ষবিন্দু নিউজ: মহামারি করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য সরকার। এরই মধ্যে ঘটে গেছে এক কাণ্ড। ইংল্যান্ডের আকাশে দেখা গেল অদ্ভুতরকম আগুনের ফুলকি। কোথা থেকে এল সেই আগুনের গোলা! হঠাৎ আকাশে এমন অদ্ভুতদর্শন জিনিস হতভম্বিত দেশটির জনগণ।

এই আগুনের গোলার উৎস খুঁজতে নেমে পড়েছেন বিশেষজ্ঞরা। আপাতত এই আগুনের ফুলকির কোনো কূলকিনারা করতে পারেননি বিজ্ঞানীরা। কেউ বলছেন, সেটি জেট প্লেন। কেউ আবার বলছেন, কৃত্রিম উপায়ে সৃষ্টি করা আগুনোর গোলা। কিন্তু সন্দেহজনক বস্তুটির রহস্যভেদ হয়নি এখনও।

কেমব্রিজশায়ারের কয়েকজন মানুষ সবার প্রথমে আকাশে আগুনের ফুলকি দেখতে পান। আগুনের গোলার পিছনের দিকে আবার ধোঁয়ার লেজ রয়েছে।

সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ইউকে রিপোর্টে উল্লেখ করেছে, ন্যাশনাল স্পেস একাডেমি জানাচ্ছে এই লেজবিশিষ্ট বস্তুটি খুব উঁচু দিয়ে উড়ে যাওয়া জেট প্লেনের নিচের দিকের অংশ। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিচের দিকে যে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে সেটি সূর্যরশ্মির প্রতিফলন হতে পারে। সূর্যাস্ত সময় ছিল বলে ওরকম লাল রঙের বলে মনে হয়েছে সেটিকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গেরি আন্ডারউড নামের এক ব্যক্তি গেরি আন্ডারউড নামের এক ব্যক্তি আকাশে আগুনের গোলা। সেই ব্যক্তি বলেন, আমি তারা খসা দেখেছি। কিন্তু এটা সেরকম কিছু ছিল না। স্পষ্ট দেখলাম, বিশালাকার আগুনের ফুলকি। সেটার পিছনের দিকে লেজের মতো ধোঁয়া বেরোচ্ছে। মনে হচ্ছিল যেন একটা লালচে আভা আকাশে ঘুরছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই।

গেরি আন্ডারউড জানিয়েছেন, কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর সেই আগুনের গোলা অদৃশ্য হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ১৫-২০ মিনিট আকাশে দেখা গিয়েছে সেই আগুনের ফুলকি। তার পর আচমকা সেটি উধাও হয়ে যায়। অনেকে অবশ্য ব্যাপারটিকে নিছক উল্কাপাত বলে এড়িয়ে গিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025