সদ্য সাবেক মার্কিন ক্ষমতাধর পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পেন্টাগনের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে অসামান্য অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মাননা দেয়া হয়। পেন্টাগন আয়োজিত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা হিলারিকে ডিপার্টমেন্ট অব ডিফেন্স মেডেলটি তুলে দেন।
জাতীয় নিরাপত্তা ইস্যু, পররাষ্ট্র ও উন্নয়ন নীতিতে হিলারির অনন্য অবদানের স্বীকার করে ব্যাপক ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী প্যানেটা। মার্কিন স্বার্থে যুক্তরাষ্ট্রের বরাবরের সহযোগী ও মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে, উদীয়মান শক্তির দেশগুলোকে সম্পৃক্ত করতে হিলারির অবদান অসামান্য। মার্কিন স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নতুন নতুন দেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছেন বলে উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
প্যানেটা তার বিবৃতিতে বলেন, মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে চূড়ান্ত প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো অতিক্রম করতে হিলারিই তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। ফলে এখন বহু মার্কিন নারী সম্মুখ সমরে নির্বিঘ্নে ও নির্দ্বিধায় অংশ নিতে পারবেন।
সুত্র: পিটিআই
Leave a Reply