বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২২

বাংলাদেশে লকডাউন নিয়ে ব্রিটেনের ভ্রমণ সতর্কবার্তা

বাংলাদেশে লকডাউন নিয়ে ব্রিটেনের ভ্রমণ সতর্কবার্তা

/ ২৪৩
প্রকাশ কাল: সোমবার, ২৮ জুন, ২০২১

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: বাংলাদেশে লকডাউন নিয়ে নতুন করে ভ্রমণ সতর্কতা দিয়েছে ব্রিটিশ সরকার। এতে বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের বিষয়েও সতর্ক করা হয়েছে ব্রিটিশ জনসাধারণকে।

দেশটির সরকারী ওয়েবসাইটে আপডেট করা সতর্কতায় বলা হয়েছে, অত্যাবশ্যকীয় কর্মকাণ্ড বাদে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ। পরিবহনসহ এই লকডাউনে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা হবে। এর ফলে বাংলাদেশে ভ্রমণ, কেনাকাটা এবং অন্যান্য খাতের ওপর প্রভাব পড়বে। এমন অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে বৃটিশ সরকার।

এ ছাড়া যথারীতি আগের সব বিষয়ই উল্লেখ করা হয়েছে এতে। বলা হয়েছে, এখনও সন্ত্রাসী হামলা হতে পারে বাংলাদেশে। এমন হুমকি সারাদেশেই বিদ্যমান। এর আগে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে নিরাপত্তা রক্ষাকারীদের ওপর কয়েকটি বিস্ফোরক হামলার কথা তুলে ধরা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে ব্যাপক জনসমাবেশ হয় এমন স্থান- যেমন ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক সমাবেশ, জনাকীর্ণ এলাকা, নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতি আছে এমন স্থান এবং বিদেশী নাগরিকরা সমবেত হন- এমন সব স্থান সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024