শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৩

এবার হাতের ট্যাটুতে কোভিড সার্টিফিকেট

এবার হাতের ট্যাটুতে কোভিড সার্টিফিকেট

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: / ৩০৯
প্রকাশ কাল: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ইতালির একজন ট্যাটো অঙ্কনকারী গ্যাবরিলে পেলেরোন নামে তার গ্রাহকদের হাতে কিইআর কোড সংবলিত ট্যাটু এঁকে দেন। আর এই ট্যাটু স্কান করলে ফলাফলে ব্যক্তি কোভিডে আক্রান্ত কি না তা বলে দেয়। এছাড়া এই ট্যাটু করোনা ভাইরাস গ্রিন পাস সার্টিফিকেটও প্রদান করবে।

গ্যাবরিলে পেলেরোন বলেন, এই ট্যাটু করোনার গ্রিন পাস প্রদানকারী এনএইচএস অ্যাপের মতই কাজ করবে। অর্থাৎ, হাতের ট্যাটু স্কান করলেই ব্যক্তির করোনা স্টাটাস বুঝা যাবে। তিনি বলেন, মানুষ বিভিন্ন কারণে ট্যাটু করে থাকেন। মনে রাখবেন, এখন আমাদের জন্য একটি ঐতিহাসিক সময় চলছে। আর এ সময় এই ট্যাটু আমাদেরকে সাহায্য করবে।

গ্যাবরিলে পেলেরোন সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় এক ব্যক্তি ম্যাকডোনাল্ডসে প্রবেশ করছেন। আর এ সময় তার হাতের ট্যাটু স্কান করলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না তার একটি সার্টিফিকেট দিয়ে দেয়। গ্রিন পাস হলো, ভ্রমণ, রেস্তোরা, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠানে যাওয়াসহ বিভিন্ন জনসমাগমে যাওয়ার অনুমোদন পেতে ইটালি একটি কোভিড পাস চালু করেছিলো। আর এর জন্য ইতালি এনএইচএস অ্যাপ চালু করে যা বলে দেয় কে ভ্যাকসিন নিয়েছে আর কে নেয় নি। কে কোভিডে আক্রান্ত হয়েছে আর কে হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024