ব্যাংকের লাইন থেকে শুরু করে সিনেমার টিকিট কাটার লাইন, ঘরের বাইরে পা রাখলে লাইনে দাঁড়ানোর হাত থেকে সহজে নিস্তার পাওয়া কঠিন। লাইনে দাঁড়ান–বাড়ির বাইরে পা দিলেই এই কথা কমবেশি সবারই শুনতে হয়।
তবে লাইনে দাঁড়ানোর হাত থেকে নিস্তার না মিললেও বিরক্তিকর এই কাজটি করতে বাধ্য হন অনেকেই। মানুষকে এই বিরক্তি থেকে মুক্তি দিতে লাইনে দাঁড়ানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এই যুবক। আর এই পেশায় তার আয় রোজগারও নেহায়েত মন্দ হয় না।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের বাসিন্দা ফ্রেডি বেকিট নামে এক যুবক। যাদের লাইনে দাঁড়াতে ভালো লাগে না তাদের হয়ে লাইনে দাঁড়ান তিনি। এ জন্য ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মার্কিন ডলার পারিশ্রমিক নেন তিনি।
আয়টাও তো নেহায়েত মন্দ হয় না। শুধু ধৈর্য ধরে মাথা ঠাণ্ডা রাখতে হয়। তবে নানা প্রয়োজনে লাইনে দাঁড়ালেও তার সবচেয়ে বেশি ভালো লাগে জনপ্রিয় কোনো ইভেন্টের টিকিটের জন্য লাইনে দাঁড়াতে। ৩১ বছর বয়সী এই যুবক জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে মোটেও খারাপ লাগে না তার।
Leave a Reply