মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে নিন্দা জানিয়েছে রুশ ব্লকের প্রধান মিত্র উত্তর কোরিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার এক খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা দখলের যে প্রস্তাব দিয়েছেন তা রীতিমতো ডাকাতি এবং বোকামি।
এতে বলা হয়, কোরিয়ার সেন্ট্রাল বার্তা সংস্থা (কেসিএনএ) সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছে, যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও শান্তির ক্ষীণ আশাও ভেঙে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের হুমকিতে বিশ্ব এখন জ্বলন্ত কয়লার মতো উত্তপ্ত বলেও উল্লেখ করেছে বার্তা সংস্থাটি।
গাজা নিয়ে ট্রাম্পের হতবাক করা প্রস্তাবকে ঘিরেই এসব কথা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, গাজার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে অভিহিত করে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা উদ্বেগজনক।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থার ওই খবরে ট্রাম্পের সঙ্গে তার প্রশাসনেরও কড়া সমালোচনা করা হয়েছে। বিশেষ করে পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের উচিত তার দিবাস্বপ্ন থেকে বেরিয়ে এসে অবিলম্বে অন্যান্য দেশ ও জাতির মর্যাদা ও সার্বভৌমত্বের ওপর অবৈধ হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। কেসিএনএ-এর প্রতিবেদনে আমেরিকাকে ‘হিংস্র ডাকাত’ বলে উল্লেখ করা হয়েছে।
প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছিলেন ট্রাম্প। কেসিএনএ-এর প্রতিবেদনে এ বিষয়টিও তুলে ধরা হয়েছে।
Leave a Reply