শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৭

নারী কোটিপতি ফাতিমা

নারী কোটিপতি ফাতিমা

জেনিফার ডি প্যারিস: জনপ্রিয় টিভি গেইম শো কৌন বনেগা ক্রোড়পতিতে ২০১৩ সালের প্রথম নারী কোটিপতি হলেন বিজ্ঞানের ছাত্রী ফিরোজ ফাতিমা। তিনি এক কোটি রুপি জিতেছেন।

ভারতের উত্তর প্রদেশের শাহারানপুরের বাসিন্দা ফাতিমা এই গেইম শোতে অংশ নিয়েছিলেন তার বাবার ঋণ শোধ করার জন্য। স্নাতক শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে পড়ছেন তিনি। এক বিবৃতিতে সম্প্রতি ফাতিমা বলেন, প্রথমবার যখন আমি হট সিট পর্যন্ত টিকতে পারিনি, তখন খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হবে।

তিনি আরও বলেন, প্রথমে বিশ্বাস হয়নি আমি এক কোটি রুপি জিতেছি। এরপর যখন উপস্থিত দর্শক সবাই করতালি দিয়ে উঠল এবং অমিতাভ বচ্চন আমাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন, তখন আমি বুঝলাম। এই বিজয়ের জন্য ফাতিমা কৃতিত্ব দেন পত্রিকা আর খবরের চ্যানেলগুলোকে। কারণ সাধারণ জ্ঞান তিনি সংগ্রহ করেছেন এসব থেকেই।

এক কোটি রুপি বিজয়ী ফাতিমা চান তার বাবা এবং পরিবার সম্পূর্ণ ঋণমুক্ত হোক। সেইসঙ্গে কিছু অর্থ তিনি কাজে লাগাতে চান নিজের পড়াশোনার জন্য। ফাতিমার ইচ্ছা তার মা যেন বাকি জীবন চিন্তামুক্তভাবে কাটাতে পারেন। ফাতিমার বিজয়ের এই পর্বটি প্রচার করা হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই সেশনের সর্বশেষ এপিসোড হিসেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025