সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:১০

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়েছে।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুল মোমিন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মোঃ জাকারিয়া তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বেঙ্গলী ওয়াকার্স এসোসিয়েশন ক্যামডেন ইউকে এর সাবেক সভাপতি আব্দুল গফুর, হাজী আনোয়ার আলী একাডেমী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কচখট খাঁ প্রবাসী সমাজকল্যাণ এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা মিফতাহ উদ্দীন, ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, জালালপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সোলাইমান হোসেন।

অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি মোঃ এনামুল কবির, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ বিমান সিলেট এর ডিউটি অফিসার রওশন হাবিব, আল-আরাফাহ ব্যাংক এর ম্যানেজার মোঃ আখলাকুল মৌলা, দক্ষিন সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, আতাউর রহমান আতা, সামসুল হক মকসুদ, আলী আহমেদ রাজু, মোঃ নিজাম উদ্দিন, মতিউর রহমান মতি, কামরানুল ইসলাম অপু, মুরাদ নিজাম ও মোঃ শাহজাহান প্রমুখ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই গৃহ নির্মাণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪৫ পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ এবং ৬০ পরিবারকে পুনরায় সংস্কার করে দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024