বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৫৫

সাইকেল ক্যাফের যাত্রা শুরু সিলেটে

সাইকেল ক্যাফের যাত্রা শুরু সিলেটে

শীর্ষবিন্দু নিউজ: সম্প্রতি সিলেটের নয়াসড়ক পয়েন্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাইসাইকেলের প্রথম ব্যান্ডশপ সাইকেল ক্যাফে। এতে করে এখন থেকে দেশি বিদেশি বিখ্যাত ব্রান্ডগুলোর বাইসাইকেল সিলেটেই পাওয়া যাবে।

সাইকেল ক্যাফের উদোক্তারা জানান, আপল্যান্ড, রেলে, লায়ন, নেক্রো, ক্যালিস সহ বিশ্বের বিভিন্ন ব্যান্ডের বাইসাইকেল ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি পাওয়া যাবে। সাইকেল ক্যাফের উদোক্তা মাসুদ রানা, আব্দুল্লাহ আলইমরান ও কাজী ওহিদ জানান, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা এবং যানজট থেকে মুক্তির জন্য ইদানিং বাইসাইকেলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষত তারুণ্যের ফ্যাশন হয়ে উঠেছে বাইসাইকেল। কিন্তু চাহিদা থাকলেও সিলেটে ব্যান্ডের বাইসাইকেল পাওয়া যেতো না। এই অভাব পূরণ করতেই সিলেটে সাইকেল ক্যাফের যাত্রা শুরু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025