সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৩

সমঝোতা করতে রাজি ইউক্রেন, শান্তি চায় রাশিয়াও

সমঝোতা করতে রাজি ইউক্রেন, শান্তি চায় রাশিয়াও

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তি টানতে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিজের আগ্রহ প্রকাশ করে লেখা চিঠিতে জেলেনস্কি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কংগ্রেসে ভাষণ প্রদানকালে ট্রাম্প চিঠির উদ্ধৃতি দিয়ে বলেছেন, টেকসই শান্তি নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ। শান্তি প্রতিষ্ঠা করতে এখন ইউক্রেনীয়রাই সবচেয়ে বেশি আগ্রহী।

রাশিয়ার সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তির জন্য মস্কোও প্রস্তুত, এমন দৃঢ় ইঙ্গিত পেয়েছেন তিনি। কংগ্রেসে ট্রাম্প বলেছেন, যুদ্ধের এই পাগলামি, হত্যাযজ্ঞ, অর্থহীন সংঘর্ষ বন্ধের এখনই সময়। যুদ্ধ থামাতে চাইলে দুপাশেই আলোচনা করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পাদন করতে ইউক্রেন সম্মত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে মার্কিন সমর্থন বজায় রাখার জন্য এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করছে ওয়াশিংটন।

এদিকে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, কোনও চুক্তি স্বাক্ষরের আগাম পরিকল্পনা করা হয়নি। খনিজ সম্পদ চুক্তির বিষয়ে ট্রাম্পও স্পষ্ট করে কিছু বলেননি। তাই এই চুক্তির ভবিষ্যৎ এখনও অজানা।

মঙ্গলবার ট্রাম্পের বক্তব্যের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেছেন, হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। তিনি সব ভুল বোঝাবুঝির অবসান চান। পাশাপাশি তিনি জানান, যে কোনও সুবিধাজনক ফরম্যাটে এবং যে কোনও সময় তিনি খনিজ সম্পদ চুক্তি সম্পাদন করতে রাজি আছেন।

ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা স্থগিত করার পরই জেলেনস্কি এই বক্তব্য দেন। কিয়েভের প্রতি ওয়াশিংটনের নীতিতে আকস্মিক পরিবর্তনে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা স্পষ্ট হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সামরিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে ইউক্রেন। উল্লেখ্য, গতকাল আকস্মিকভাবে কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024