ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন আবারও রেকর্ড গড়ছে। ২০২৫ সালে এ পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় প্রবেশ করেছে দেশটিতে।
শুধু মার্চ মাসের প্রথম ৯ দিনেই এসেছে ২ হাজার ৭৫ জন। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন না হলে ধারণা করা হচ্ছে, এ বছরেই ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী বিপজ্জনকভাবে নৌকায় প্রবেশ করতে পারে যুক্তরাজ্যে।
যুক্তরাজ্যে ২০২৫ সালে প্রতিদিনই নতুন নতুন অভিবাসী প্রবেশ করছে। সম্প্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, শুধু গত রোববারই (৯ মার্চ) ৪টি নৌকায় ২৩৭ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর গত ২ মার্চে একদিনেই ৫৯২ জন পার হয়েছে চ্যানেল।
বিশ্লেষকরা বলছেন, এই হারে চলতে থাকলে ২০২৫ সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে।
লিংকন চেম্বারস সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমেদ সময় সংবাদকে বলেন, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে নৌকায় করে যুক্তরাজ্যে অবৈধভাবে অভিবাসীরা আসছেন। আর প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে।
বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর এই ঢল ঠেকাতে গত বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন ‘রোডম্যাপ’ চুক্তি সই করেছে। এতে মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। তবে অতীতে নেয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আইন ও অভিবাসন বিশ্লেষক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান বলেন, এদেশের জনসংখ্যার যে নির্দিষ্ট এলাকাগুলো আছে, যেমন- বিদ্যালয়, হাসপাতালসহ অর্থনীতিতে অনেক বেশি চাপ পড়বে।
ইংলিশ চ্যানেলের এই ভয়াবহ পরিস্থিতি কবে শেষ হবে? নতুন চুক্তি কি আদৌ অবৈধ অভিবাসন রুখতে পারবে? নাকি ২০২৫ সালৈ যুক্তরাজ্যে আরও বড় রেকর্ড গড়তে যাচ্ছে? এমন নানা প্রশ্ন এখন উঁকি দিচ্ছে।
Leave a Reply