বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২০

নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের উদ্যেগে প্রতিষ্ঠা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের উদ্যেগে প্রতিষ্ঠা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

হবিগঞ্জ জেলার শিক্ষা নগরী হিসেবে পরিচিত নবীগঞ্জ উপজেলায় ছেলে-মেয়েদের আধুনিক ও যুগ উপযোগী প্রযুক্তি ভিত্তিক শিক্ষা গ্রহনের জন্য টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট।

গতকাল ৮ই এপ্রিল লেস্টার শহরের একটি হলে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম।

উক্ত সভায় যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করার জন্য উপস্থিত সবাই নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং সবাই একমত পোষণ করেন যে খুব শিগগিরই নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে।

শুরুতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কমিউনিটি নেতা লেখক আবুল কালাম আজাদ ছোটন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াকুব, গোলাম মস্তফা চৌধুরী, শাহ আবিদ আলী, হাজী আব্দাল উদ্দিন, গোলাম মস্তফা, হাজী আনোয়ার মিয়া, আব্দুল জব্বার, মোছা: আলতা বিবি, মালিকজান বিবি, হাজী আলতাব উদ্দিন, মোঃ খসরু মিয়া সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং সবার জন্য দোয়া করা হয়।

ট্রাস্টের সভাপতি শামীম মিয়া সহ উপস্থিত সবাই বলেন, আজ থেকে ২৫ বছর পূর্বে এ ঐতিহাসিক লেস্টারে যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট যাত্রা শুরু করেছিল। আবারো নবীগঞ্জে শিক্ষার আলো বিকশিত করার জন্য যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হলো যা ইতিহাস হয়ে থাকবে।

সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফুল মিয়া, আব্দুল ওয়াদুদ দিপক, অনর উদ্দিন চৌধুরী, আব্দুল কায়ুম, আব্দুল করিম, অছি কিয়া পাঠান, মামুন চৌধুরী, আতাউর রহমান সুহেল, ফয়জুল হক, মো: রানু মিয়া, আমিনুর রশীদ তালুকদার, শামীম আহমদ,  মো: আলেক উদ্দিন,  মো: জাহিনুর রহমান, মো: এখলাছুর রহমান, মো: সাইদুর রহমান।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফুল মিয়া কলেজের জন্য ভুমি দান করায় উপস্থিত সবাই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ফুল মিয়া এক প্রতিক্রিয়ায় জানান, আমি গর্বিত যে এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভূমি দান করার সুযোগ দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, প্রস্তাবিত প্রতিষ্ঠানের শিক্ষা পাঠ শুরু করার জন্য হালিতলা তার বাগান বাড়ীতে অস্থায়ী ভাবে কলেজের কার্যক্রম শুরু করার জন্য। এ সময় উপস্থিত সকল ট্রাস্টি প্রতিষ্ঠাতে সদস্য হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025