শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:২৪

রাশিয়ার ওপর খেপেছে যুক্তরাজ্য

রাশিয়ার ওপর খেপেছে যুক্তরাজ্য

রাশিয়ার গোপন তেলবাহী জাহাজ বহর, যাকে ‘শ্যাডো ফ্লিট’ বলা হয়। এই শ্যাডো ফ্লিটের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার নরওয়েতে সামরিক সম্মেলনে যোগ দেওয়ার আগে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

যুক্তরাজ্য জানায়, এই বহরের অন্তত ১০০টি জাহাজ গত এক বছরে ২৪ বিলিয়ন ডলারের বেশি তেল পরিবহন করেছে। এসব জাহাজ ইউরোপের সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছে তারা।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে এসব গোপন জাহাজ ব্যবহার করে আসছে। এর আগে কিছু জাহাজ নিষেধাজ্ঞার আওতায় এলেও এবার আরও বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা পুতিনের এই গোপন তেলবিক্রি ঠেকাতে সব কিছু করব।

আজ নরওয়ের অসলোতে জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স বা জেইএফের বৈঠকে অংশ নিচ্ছেন স্টারমার। এখানে ইউক্রেন যুদ্ধ, আর্কটিক নিরাপত্তা ও রাশিয়া নিয়ে আলোচনা হবে। যুক্তরাজ্য সেখানে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা ও মহাকাশ নিরাপত্তা বিষয়েও ঘোষণা দিতে পারে।

জেইএফ জোটে যুক্তরাজ্য ছাড়াও ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025