আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মঙ্গলবার’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা মঙ্গলবার দিন তিনি আপদ বিপদ সৃষ্টি করেন।
মঙ্গলবার দিনের ইবাদত
হাদীস শরীফে আছে, ‘হুযুর পাক (সাঃ) এরশাদ করেছেন, যদি কোন ব্যক্তি মঙ্গলবার দিন বেলা এক প্রহরের সময় কিংবা উহার কিছু পর এমনভাবে দুই দুই রাকআত করে দশ রাকআত নামায আদায় করে এবং প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসী একবার ও সূরা ইখলাস তিনবার পাঠ করে তবে আল্লাহর নির্দেশ মোতাবেক তার আমলনামায় কোন প্রকার পাপ ও বদ লেখা হয় না আর সে ব্যক্তি যদি সত্তর দিনের মধ্যেই পরলোকগমন করে তবে সে শহীদের মর্যাদা লাভে সক্ষম হয়—তার সত্তর বছরের গুনাহ মাফ করা হয়।
ইসলামে সপ্তাহের প্রতিটি রাতই ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, তবে কিছু নির্দিষ্ট রাতের বিশেষ ফজিলতের কথা হাদিস ও ইসলামিক গ্রন্থে উল্লেখ রয়েছে। মঙ্গলবার রাতেও নফল ইবাদত, দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।
মঙ্গলবার রাতের নির্দিষ্ট কোনো ইবাদতের কথা কুরআন-হাদিসে উল্লেখ নেই, তবে অন্যান্য রাতের মতোই এটি ইবাদত-বন্দেগির জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত লাভের জন্য এ রাতে বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও নামাজ আদায় করা উচিত।
Leave a Reply