মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:০৯

বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা জোরদার

বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা জোরদার

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ সীমান্তে ভারত নিরাপত্তা আরও জোরদার করেছে। গতকাল বিএসএফ একথা জানিয়েছে। বাংলাদেশে উদ্ভুত রাজনৈতিক সহিংস পরিবেশের ফলে সৃষ্ট অনিশ্চয়তাকে মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত রয়েছে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে উল্লেখ করে। বিএসএফ’র অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনের পূর্বে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হলে এবং সরকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করলে অনেক মানুষ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের তৎপরতা শুরু করতে পারে এবং এটা নিয়ে তারা উদ্বিগ্ন।

এছাড়াও, ভারতের ৫টি রাজ্যে সংসদ নির্বাচন শেষ হলে ভোটকেন্দ্রগুলোতে বর্তমানে দায়িত্বরত সেনাদের সংবেদনশীল সীমান্তগুলোতে প্রেরণ করা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে ২২১৬ কিলোমিটার পশ্চিমবাংলায়, ৮৫৬ কিলোমিটার ত্রিপুরায়, ৪৪৩ কিলোমিটার মেঘালয়ে, ৩১৮ কিলোমিটার মিজোরামে এবং ২৬২ কিলোমিটার আসামে।

বিএসএফ’র মুখপাত্র ভাস্কর রাওয়াত সাংবাদিকদের জানান, সীমান্ত পরিস্থিতিতে কড়া নজরদারি রাখার জন্য সেনাদের বলা হয়েছে। ২৪ ঘণ্টা সতর্ক প্রহরা অব্যাহত  আছে বলে তিনি উল্লেখ করেন। নিজের পরিচয় গোপন রেখে উক্ত কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরও বলেন, পরিস্থিতি যখন যেমন হবে তার উপর ভিত্তি করেই তারা পদক্ষেপ নেবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025