শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:১৮

গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি

গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি

গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দিবে। তবে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম এ দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদনও প্রকাশ করেছে।

ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না। ওই সূত্র বলেছে, ‘আপনারা যদি এই যুদ্ধ বন্ধ না করেন, আমরা আপনাদের পাশে থাকব না’—এই বার্তা ইসরায়েলকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে।

মার্কিন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান যুদ্ধের দ্রুত অবসান চান। সম্প্রতি গাজায় বন্দি থাকা মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এই বক্তব্য দেন লেভিট।

উল্লেখযোগ্যভাবে, এডানের মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েল ছিল না, বরং হামাসের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমেই এডানকে ছাড়া হয়। এই পদক্ষেপও দুই দেশের সম্পর্কের দূরত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন। সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাজায় মানুষ অনাহারে ধুঁকছে, ভয়ংকর সব ঘটনা ঘটছে। এটি আর চলতে দেওয়া যায় না।’

ইসরায়েলের ওপর শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর চাপও বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা স্পষ্ট ভাষায় জানিয়েছে, গাজায় ত্রাণ প্রবেশে বাধা এবং নতুন সামরিক অভিযান বন্ধ না হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে। ব্রিটিশ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের মানবিক সহায়তা না দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।

তবে এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা ৭ অক্টোবরের হামলার জন্য সন্ত্রাসীদের পুরস্কৃত করছে।

তারা ভবিষ্যতের জন্য আরও নৃশংসতা আমন্ত্রণ জানাচ্ছে।’ নেতানিয়াহু ইসরায়েলের অবস্থান পুনরায় জানিয়ে বলেন, যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না শেষ জিম্মিকে মুক্ত করে এবং গাজার নিরস্ত্রীকরণ নিশ্চিত করা যায়।

তবে টাইমস অব ইসরায়েল ট্রাম্প প্রশাসনের হুমকির খবরকে ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ত্যাগ করবে—এমন ধারণা ভিত্তিহীন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025