পবিত্র হজ্ব পালনের উদ্দেশে আগামীকাল ২৫ মে রবিবার পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হবেন শীর্ষবিন্দু নিউজের ‘ইসলাম বিভাগ প্রধান’ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট এর পরিচালক এবং শারীয়া কাউন্সিল মিডল্যান্ড এর সেক্রেটারি ইমাম মাওলানা নুরুর রহমান।
তিনি এ দিন দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ত্যাগ করবেন। তিনি বলেন, মহান আল্লাহ পাকের মেহেবানিতে এই হজ্ব পালনে সকল আত্মীয় স্বজন ও মুসল্লীয়ান এবং শুভানুদ্ধায়ীদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। তাই এই হজ্ব পালন যাতে সুষ্ঠ ভাবে পালন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত এবং ইচ্ছায় আমি ২০২৫ সালের পবিত্র হজ্জের যাত্রা শুরু করার সৌভাগ্যবান সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ, আমি শীঘ্রই ইসলামের এই মহান স্তম্ভটি পূরণ করার জন্য পবিত্র শহর মক্কায় ভ্রমণ করব এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর বিশ্রামস্থল, পবিত্র মদীনা মুনাওয়ারায় যাওয়ার আশা করছি।
তিনি বলেন, আমি যাওয়ার আগে বিনীতভাবে আপনাদের সকলের কাছে আবেদন করছি যে, কথায় কাজে বা মনোভাবের যে কোনো ত্রুটির জন্য জ্ঞাত বা অজানায় আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের সকলের কাছে বিশেষ দু’আ কামনা করছি। আল্লাহ যেন আমার হজ্জ কবুল করেন। আমাকে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, ক্ষমা এবং পবিত্র হৃদয়ে ফিরে আসার সুযোগ দেন। আমিও আপনাদের সকলে জন্য দোয়া করবো। তিনি যেন আমাদের সকলকে তাঁর পবিত্র ঘর জিয়ারত করার সম্মান দান করেন। তিনি আমাদের দু’আ, ইবাদত কবুল করেন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের একত্রিত হওয়ার সুযোগ দান করেন।
Leave a Reply