শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:৩৬

হেলাল চৌধুরী ও ওসমান হোসেন মনির লন্ডনে সংবর্ধিত

হেলাল চৌধুরী ও ওসমান হোসেন মনির লন্ডনে সংবর্ধিত

গ্লোবাল জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক সংগঠন ‘ফোবানার’ মেম্বার সেক্রেটারী ময়নুল হক চৌধুরী হেলাল এবং ইউরোপের সর্ব বৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন (ইপিবিএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী ওসমান হোসেন মনির এর লন্ডন আগমনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে শনিবার (৩১ মে) পূর্ব লন্ডনে একটি অভিজাত হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।  

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন  (বিসিএ) এর সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ মুনিম (এমবিই), টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দিন ও আহবাব হোসেন, ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডন এর ট্রেজারার মোহাম্মদ  ফয়জুল হক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলিউদ্দিন শামীম, শেখ ফারুক আহমেদ, নাসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শাব্বির আহমদ, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র উপদেষ্টা মোহাম্মদ লোকমান আহমেদসহ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।  

সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির বলেন আমি ফ্রান্স থেকে লন্ডনে এসে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর আত্মীয়তা ও অভ্যর্থনা পেয়ে আবেগে আপ্লুত। আমরা (ইপিবিএ) ও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রবাসী এবং দেশের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ্।

এদিকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী ময়নুল হক চৌধুরী হেলাল তার বক্তব্যে বলেন, আমি গত এক সপ্তাহ যাবত ইউকে এবং ইউরোপ সফর করছি এরই মধ্যে পর্তুগাল, স্পেন সহ অন্যান্য দেশে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কার্যক্রম ও পরিচিতি তুলে ধরতে কাজ করে যাচ্ছি।

বহির্বিশ্বে বৃহত্তর সিলেটবাসীর সর্ব বৃহৎ মিলন মেলা আন্তর্জাতিক জালালাবাদ উৎসব-২০২৫ প্রতি বছরের ন্যায় এবারও সফল করতে আমার এই সফর। আশাকরি আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ আমরা সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হবো, এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতায়।

এছাড়া অতিথিবৃন্দ দাবী উত্থাপন করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন যেভাবে সিলেট প্রদেশ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা ও দাবি জানিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই রকম আরেকটি দাবী অগ্রাধিকার ভিত্তিতে বৃহত্তর সিলেটের জলাবদ্ধতা দূর করতে কিশোরগঞ্জের মিঠামইন বাঁধে একাধিক ব্রীজ নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা ও দাবি জানিয়ে বাস্তবায়ন করতে।

পরিশেষে সভাপতি মুহিবুর রহমান মুহিব উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025