শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:৫৮

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে আসছে নতুন রাজনৈতিক দল

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে আসছে নতুন রাজনৈতিক দল

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এ বিষয়ে প্রথম ইঙ্গিত দেন তিনি।

গত বৃহস্পতিবার (৫ জুন) ট্রাম্পকে কটাক্ষ করে একাধিক পোস্টের মাঝে ২২ কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালান মাস্ক—‘যুক্তরাষ্ট্রে এমন নতুন রাজনৈতিক দল তৈরির সময় কি আসেনি, যা আসলে মধ্যপন্থি ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে?’

পরের দিন মাস্ক জানান, জরিপে ৮০ শতাংশ উত্তরদাতা নতুন দল গঠনের পক্ষে মত দিয়েছেন। এরপর তিনি এক ভক্তের দেওয়া ‘আমেরিকা পার্টি’ নামের প্রস্তাব সমর্থন করেন।

উল্লেখ্য, ‘আমেরিকা পার্টি’ নামটি মাস্কের প্রতিষ্ঠিত ‘আমেরিকা পিএসি’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই পিএসি (রাজনৈতিক তহবিল কমিটি) থেকেই মাস্ক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পসহ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ২৩৯ মিলিয়ন ডলার খরচ করেছিলেন।

তবে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন সহজ কাজ নয়। বড় দুই দল—ডেমোক্র্যাট ও রিপাবলিকানসহ কয়েকটি তৃতীয় দল এরই মধ্যে প্রায় সব অঙ্গরাজ্যে ব্যালট অ্যাক্সেস পেয়ে রয়েছে। নতুন দলের জন্য অঙ্গরাজ্যভিত্তিক জটিল নিয়ম পেরিয়ে প্রার্থিতা নিশ্চিত করতে হয়।

এছাড়া আইনিভাবে আমেরিকা পিএসি–এ মাস্ক অনির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে পারলেও, আনুষ্ঠানিক রাজনৈতিক দলের জন্য এই সীমা ১০ লাখের অনেক নিচে নির্ধারিত।

তবে মাস্ক নিজেই এই উদ্যোগ কতটা গুরুত্বসহকারে নিচ্ছেন তা এখনো পরিষ্কার নয়। শুক্রবার রাতে এক ব্যবহারকারীর ‘রিপাবলিকান পার্টির ভেতর থেকেই সংস্কার করা ভালো’ মন্তব্যের জবাবে মাস্ক ‘হুম’ বলে প্রতিক্রিয়া জানান।

যদিও এই বিতর্কের মধ্যে মাস্কের রাজনৈতিক সংশ্লিষ্টতা অব্যাহত থাকারই আভাস মিলছে। ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট’- বিলকে ‘ঘৃণ্য বিভীষিকা’ আখ্যা দিয়ে মাস্ক কংগ্রেস সদস্যদের এর বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। এর পাল্টা জবাবে ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর জন্য সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দেন।

মাস্ক রিপাবলিকানদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে সাড়ে তিন বছর আছেন, আমি থাকবো ৪০ বছরের বেশি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025