শীর্ষবিন্দু নিউজ: সমুদ্রপথে অবৈধভাবে মালয়শিয়া পাচারের চেষ্টার সময় চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মো. জাফর নামে এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
নগর পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীররাতে নগরীর বহদ্দারহাটে হোটেল আল শাকিরা থেকে তাদের উদ্ধার করা হয়। গোপনে খবরের ভিত্তিতে রাত আড়াইটার দিকে হোটেল আল শাকিরায় অভিযান চালায় পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে দেশের বিভিন্ন জেলার ৩২ জনকে আটক করা হয়। তারা দালালের মাধ্যমে সমুদ্রপথে মালয়শিয়া যাওয়ার পরিকল্পনা করছিল। প্রায় দেড় মাস আগে চট্টগ্রাম থেকে অবৈধভাবে মালয়শিয়াগামী ২৩ জনকে আটক করা হয়েছিল। ওই সময় ছয়জন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় পাচশাইল পুলিশ।