রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৮

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন

শীর্ষবিন্দু সিলেট: সিলেটে হরতালের সমর্থনে সকালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলিও ছুড়ে। এ ঘটনার পর নগরীর বিভিন্নস্থানে শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর হাউজিং এস্টেট এলাকায় রাস্তায় ভ্যানগাড়ি ও রিকশা ফেলে আগুন দেয় শিবির কর্মীরা। এ সময় পুলিশ গিয়ে বাধা দিলে সংঘর্ষ বাধে। এসময় শিবির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশও পাল্টা গুলি ও টিয়ারশেল ছুড়ে। প্রায় ১০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়ার পর শিবির কর্মীরা পিছু হটে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025