শীর্ষবিন্দু সিলেট: সিলেটে হরতালের সমর্থনে সকালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলিও ছুড়ে। এ ঘটনার পর নগরীর বিভিন্নস্থানে শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর হাউজিং এস্টেট এলাকায় রাস্তায় ভ্যানগাড়ি ও রিকশা ফেলে আগুন দেয় শিবির কর্মীরা। এ সময় পুলিশ গিয়ে বাধা দিলে সংঘর্ষ বাধে। এসময় শিবির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশও পাল্টা গুলি ও টিয়ারশেল ছুড়ে। প্রায় ১০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়ার পর শিবির কর্মীরা পিছু হটে।