শীর্ষবিন্দু নিউজ: রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী এ মেলার ১৯তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতি বছর ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল অবরোধের কারণে ১০ দিন পেছানো হয়।এর মধ্যেই ৫ জানুয়ারি হয় সাধারণ নির্বাচন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে মেলায় এ বছর দেশি-বিদেশি ৪৭৩টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। অংশ নিচ্ছে ১২টি দেশ। উদ্বোধনের পর মেলার একটি প্যাভিলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মাহবুব আহম্মেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু প্রমুখ।
বরাদ্দকৃত স্টল মেরামতসহ মেলার অধিকাংশ কাজ অসম্পূর্ণ রেখেই শনিবার শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মেলায় দেশি-বিদেশি মিলে বরাদ্দকৃত স্টল থাকছে ৪৭১টি। কিন্তু স্টলগুলোর অধিকাংশই কোনো প্রকার মেরামতের কাজ করা হয়নি।
বরাদ্দকৃত সব স্টলের কাজ শেষ আরও ৬ থেকে ৮ দিন লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশি। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ স্টল বরাদ্দ দেওয়া। আর স্টল নির্মাণের কাজ করবেন স্টল মালিকেরা। তাই স্টল নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয় কোনো হস্তক্ষেপ করতে পারেন না। তবে প্রতি বছরই মেলার শুরু ১০ দিনের মধ্যে সকল স্টল সম্পূর্ণ মেরামত সম্ভব হয় না বলে জানান তিনি।
এদিকে শুধু স্টলই নয়, মেলার ভেতরে যাতায়াতের রাস্তাও রয়েছে বেহাল অবস্থায়। আর মেরামতকর্মী কর্মীরা রাস্তায় ফেলা ইটের ওপর বালু ফেলে তাতে তড়িঘড়ি করে পানি দিতে দেখা গেছে। এছাড়া মেলার তিনটি প্রবেশ পথেরও অসম্পূর্ণ কাজ শেষ করতে দেখা গেছে মেলা আয়োজক কর্মীদের। মেলার রাস্তা ও প্রবেশ পথের মেরামতের ব্যাপারে জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশি বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কারণে মেলা শুরুর নিদিষ্ট সময়ের ১০ দিন পর শুরু হতে যাচ্ছে। আর নির্বাচনের পর মেলার প্রস্তুত করতে আমরা তেমন সময়ও পাইনি। তাই এখনও কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তবে রাতের মধ্যে সব কাজ সম্পূর্ণ করতে পারবো বলে আশা করছি।