শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সীমান্তে নজরদারিতে অস্ট্রেলিয়া ৭টি বিশালাকায় ড্রোন কেনার পরিকল্পনা করছে। চালকবিহীন এ ড্রোনগুলোর ডানার দৈর্ঘ্য হবে যাত্রীবাহী ৭৩৭ জেট বিমানের ডানার সমান। যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের জাহাজ ও বিমানের ওপর নজরদারিতে সেনাবাহিনী এ ড্রোনগুলো ব্যবহার করবে দেশটি। অবৈধ শরণার্থী ও জেলেদের শনাক্তের কাজেও ব্যবহার করা হতে পারে ড্রোনগুলোকে।
প্রতি বছর অস্ট্রেলিয়ায় সমুদ্রপথে বোটে করে অবৈধভাবে বহু শরণার্থী প্রবেশ করে থাকে। সাধারণভাবে, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা থেকে এ বোটগুলো অস্ট্রেলিয়ার জলসীমায় প্রবেশ করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড জনস্টন অচিরেই মন্ত্রীসভায় প্রস্তাবটি পেশ করবেন বলে জানা গেছে।