গ্যালারী থেকে ডেস্ক: ভারতে সপ্তম আইপিএলের ভবিষ্যতের উপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। লোকসভা নির্বাচনের সময়ে আইপিএল হলে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। সপ্তম আইপিএল ভারতে করার আর্জি জানিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বোর্ড সেক্রেটারি সঞ্জয় পটেল ও ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। তখনই তাঁদের এ কথা জানান শিন্দে।
তবে ১১ মে-র পর আইপিএল হলে সে ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলেও জানান তিনি। এর পরই নড়চড়ে বসে বিসিসিআই। পরবর্তী পদক্ষেপ স্থির করতে শুরু হয় আলোচনা। সূত্রের খবর, আইপিএলের প্রথম পর্বের খেলা দক্ষিণ আফ্রিকায় করে পরবর্তী পর্ব ভারতে করানো হতে পারে। ২০০৯ সালেও একই ভাবে ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয় আইপিএল। তবে দেশের বাইরে খেলা হলে প্রায় ৪০-৫০% লাভ কম হবে দলগুলির। এই বিষয়টিকেও মাথায় রাখছে বোর্ড। সরকারি ভাবে বিসিসিআই এখনও পর্যন্ত কিছু না জানালেও এ বারের আইপিএল ভারতে হওয়ার সম্ভাবনা বেশ কম বলেই আশঙ্কা ক্রিকেট অনুগামীদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা