শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উপগ্রহে (স্যাটেলাইটে) ধরা পড়া দু’টি ধ্বংসাবশেষ এর তথ্য সংগ্রহের জন্য ভারত মহাসাগরের দক্ষিণাংশে এবার বিশেষ ধরনের উড়োজাহাজ ওরিয়ন পাঠালো অস্ট্রেলিয়া। দক্ষিণ ভারত মহাসাগরে দু’টি ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে। এগুলো নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। উপগ্রহ(স্যাটেলাইট)থেকে পাওয়া চিত্রের উপর ভিত্তি করে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সংসদে এ-তথ্য জানান তিনি।
টনি অ্যাবোট জানান, উপগ্রহে ধরা পড়া চিত্রে পার্থের উপকূলবর্তী জলসীমায় বস্তু দু’টি দেখা গেছে। এগুলো নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হতে পারে। তবে এগুলো যে নিখোঁজ উড়োজাহাজেরই এমন কথা নিশ্চিত করে বলেননি তিনি। তিনি আরও জানান, বস্তুগুলো পরীক্ষা করে দেখতে ওইস্থানে অনুসন্ধানী বিমান অস্ট্রেলিয়ান পি-৩ ওরিয়ন উড়োজাহাজ পাঠানো হয়েছে।
সংসদে অ্যাবোট জানান, অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ স্যাটেলাইটে দু’টি চিত্র দেখতে পায়। এরপর বিষয়টি গবেষকদের দিয়ে পরীক্ষা করানো হয়। সংসদে তিনি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি অত্যন্ত জটিল, আমরা সবাই জানি। সন্ধান পাওয়া ‘ধ্বংসাবশেষ’ দু’টি নিখোঁজ মালয়েশীয় বিমানের হতে পারে আবার না-ও হতে পারে। বিষয়টি আমি ইতিমধ্যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট নাজিব রাজাককে অবগত করেছি বলেও জানান অ্যাবোট।
এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে মেলবোর্নে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের কর্মকর্তা জন ইয়াং জানান, উপগ্রহ থেকে নেওয়া ছবিতে পার্থ থেকে দুই হাজার পাঁচশ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ধ্বংসাবশেষ দুটি দেখা গেছে। উপগ্রহ থেকে পাওয়া চিত্রের উপর ভিত্তি করে অনুসন্ধান চালানোর জন্য প্রথম পর্যায়ে চারটি ওরিয়ন রওয়ানা হয়েছে। এ জাতীয় আরো উড়োজাহাজ শিগগিরই ভারত মহাসাগরের দক্ষিণাংশে ব্যাপক অনুসন্ধানের জন্য যাবে। বিশেষ ধরনের উড়োজাহাজ ওরিয়ন অনেক সময় ধরে আকাশে উড়তে পারে।
এক প্রশ্নের জবাবে জন ইয়াং জানিয়েছেন, যে দু’টি বস্তু চিহ্নিত করা হয়েছে সেগুলো উড়োজাহাজেরই ধ্বংসাবশেষ। একটির আকার ২৪ মিটার (৭৮.৮ ফুট) লম্বা। অপরটি এর চেয়ে খানিকটা ছোট। তিনি জানান, উপগ্রহের চিত্রে ভারত মহাসাগরের দক্ষিণাংশে পার্থের জলসীমায় দু’টি বস্তু দেখা গেছে। যা নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হতে পারে। তবে এগুলো নিখোঁজ উড়োজাহাজের কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের কারণে বস্তু দুটি একবার ভেসে উঠছে আবার ডুবে যাচ্ছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে