রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৫

লাখো কণ্ঠের সাথে কন্ঠ মেলালো সিলেট

লাখো কণ্ঠের সাথে কন্ঠ মেলালো সিলেট

শীর্ষবিন্দু নিউজ: লাখো কণ্ঠে সোনার বাংলায় কণ্ঠ মেলালেন সিলেটের হাজারো মানুষ। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সারা দেশের কোটি মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সিলেটের হাজারো মানুষ গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

বেলা ১১টায় মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল ৯টা থেকে সিলেট শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সংগীতে অংশ নিতে আসেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডের সিলেট বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সারওয়ার আহমদ আবদাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, সুজন সিলেটের সভাপতি ফারুক আহমদ চৌধুরী, সাবেক প্যানেল মেয়র শাহানারা বেগম, নারী নেত্রী আসমা কামরান, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025