শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ছোট ভাই প্রবাসে অনেকটাই নিভৃতে থাকা খলিলুর রহমান আর নেই। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্লিন্টনে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় তিনি মারা যান বলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু জানিয়েছন। তবে মেরিল্যান্ডে দীর্ঘদিন ধরে বাস করে আসা খলিলুর রহমানকে সেখানেই দাফনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
শরাফত বলেন, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে কখনোই আগ্রহী ছিলেন না তিনি কিংবা কখনো তিনি বিশেষ উদ্দেশ্যে নিজেকে জিয়াউর রহমানের ছোট ভাই বলেও পরিচয় দেননি। খলিলুর রহমান একজন ফার্মাসিস্ট ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার বিকালে মেরিল্যান্ডের সিলভার স্প্রিং সিটির মুসলিম কম্যুনিটি সেন্টারে তার জানাজা হবে। লন্ডনে অবস্থানরত এক মেয়ের ফেরার পর তার দাফনের স্থান নির্ধারণ হবে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, মৃদুভাষী খলিলুর রহমান সাদামাটা জীবন-যাপন করতেন। পেশাগত বন্ধুদের বাইরে অন্যদের সঙ্গে তেমন মিশতেনও না তিনি। জিয়া নিজে রাষ্ট্রপতি ছিলেন এবং স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে তার দল বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় গেলেও কখনো রাষ্ট্রীয় কোনো কার্যক্রমে খলিলুরকে দেখা যায়নি।