শীর্ষবিন্দু নিউজ: খনিজ সম্পদে সমৃদ্ধ জেলা সিলেটের তিন উপজেলায় গ্যাসের দাবিতে হরতাল পালিত হয়েছে। জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় রোববার সকাল-সন্ধ্যার এই কর্মসূচি ডাকে জৈন্তা জনদাবি পরিষদ।
জৈন্তা জনদাবি পরিষদ’র সভাপতি নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও গ্যাস সংযোগ না পাওয়ায় হরতাল ডাকা হয়েছে। নাসির উদ্দিন বলেন, ১৯৫৫ সালে জৈন্তাপুরের হরিপুর এলাকায় বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও জৈন্তা এলাকার মানুষ গ্যাসসুবিধা থেকে বঞ্চিত। হরিপুরের গ্যাসে চাকা ঘুরছে দেশের কল-কারখানা, আগুন জ্বলছে চুলোয়। সেই জৈন্তাপুরের চুলায় নেই গ্যাস, ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হরতালের কারণে তিন উপজেলায় দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে চলেছে অভ্যন্তরীণ রুটের গাড়িগুলো। সকালে হরতালকারীরা জৈন্তাপুর বাজারে সিলেট-তামাবিল সড়কে পিকেটিং করে। জৈন্তাপুর থানা সূত্রে জানা যায়, হরতালে কোথাও কোনো গোলযোগ হয়নি। গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন ছিল।
বাংলাদেশে মোট ২৬টি গ্যাস ক্ষেত্র রয়েছে, যার ১০টিই বৃহত্তর সিলেটের চার জেলায় অবস্থিত। দেশের মোট উৎপাদিত গ্যাসের প্রায় ৯০ শতাংশ সরবরাহ করে সিলেটের গ্যাসক্ষেত্রগুলো। তবে সিলেট বিভাগের ৩৮ উপজেলার মধ্যে এখনো ২২ উপজেলায়ই গ্যাসসুবিধা পৌঁছেনি। যে ১৬ উপজেলায় গ্যাস সরবরাহ রয়েছে, তাও শহর এলাকায়।