শীর্ষবিন্দু নিউজ: মৌলভীবাজারের জেলা প্রশাসকের খাস খতিয়ানের ভূমি অবৈধভাবে দখল করে পৌরসভার নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় শহরের কোট রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ব্যাপারে পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের ১ নাম্বার খতিয়ানের ৪৭৭০ দাগের ৩ একর ৩৪ শতক জায়গার ওপর কোনো অনুমতি ছাড়াই পৌরসভা একটি মার্কেট ভবন নির্মাণ কাজ শুরু করে। কাজ বন্ধ করার জন্য বেশ কয়েকবার পৌরসভা কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করলেও পৌর কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। বুধবার সরকারি জমি উদ্ধার করতে এ অভিযান চালানো হয়।