শীর্ষবিন্দু নিউজ: শ্রমিক হত্যাকারী ও শ্রমিকদের ওপর নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ভোর থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘট চলাকালে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজারে শফিক নামে এক চালককে মারধর করে গুরুতর আহত করে দুষ্কৃতিকারীরা। এর আগে মঙ্গলবার রাতে নগরীর উপকণ্ঠে ধোপাগুল পয়েন্টে পিকআপ চালক সায়েম আহমদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এক জরুরি সভা ডেকে সিলেটে জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত জানান- সকাল থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন বলে জানান তিনি।